
সামনেই বিধানসভা নির্বাচন, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য মধ্যে অমিত শাহ আজ ডুমুরজলার মেকা সভায় বলেলেন, ২১ এর নির্বাচন ক্ষমতায় এসে প্রথমেই বাংলায় আয়ুষ্মান ভারত (ayushman bharat) প্রকল্প চালু করবে। স্মৃতি ইরানির সুরেই তৃণমূল সুপ্রিমকে ঝাঁঝালো আক্রমণ। অমিত শাহের নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও। তিনি বলেন, ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া তৃণমূলের আর কোন লক্ষ্য নেই।
রাজ্যের শাসক দলকে নিশ্চিহ্ন করে দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্যের সুর অবশ্য বাঁধা ছিল প্রতিশ্রুতিতে। তিনি বলেন, 'এই প্রকল্পের আওতায় বাংলার সমস্ত গরিব মানুষ ই ৫ লাখ টাকার স্বাস্থ্যবীমা পাবেন। চিকিৎসা করানো যাবে দেশের যে কোন হাসপাতালে।' আয়ুষ্মান ভারত নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, একুশে নির্বাচনকে পাখির চোখ করে আগেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নিজস্ব স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মানুষকে আনার ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আবেদনকারী ৭৫ শতাংশেরও বেশি মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়া হয়েছে। তারই পাল্টা এদিন অমিত শাহের ঘোষণা। বহুদিন ধরেই কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে আক্রমণ চলছে। আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্য সাথী।
একটি মন্তব্য পোস্ট করুন